বাগদাদে জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬, আহত ৯০

ইরাকের রাজধানী বাগদাদে সোমবার জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বাগদাদে তিন দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। পূর্ব বাগদাদের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দেল গণি আল-সাদি জানান, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও আরো ৯০ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র জেনারেল সাদমান বলেন, ‘বাগদাদের মধ্যাঞ্চলীয় তাইয়ারান স্কোয়ারে দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।’ তায়ারান স্কোয়ারে একটি বাণিজ্যিক কেন্দ্র। দিনমজুররা প্রতিদিন ভোরে কাজের সন্ধানে এখানো জড়ো হয়। তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাধারণত ইসলামিক স্টেট গ্রুপ ইরাকে এ ধরনের অধিকাংশ হামলা চালিয়েছে।

No comments

Powered by Blogger.