নাজিরপুরে ছাগল চুরির দায়ে আ’লীগ নেতার জরিমানা

পিরোজপুরের নাজিরপুরে ছাগল চুরির অভিযোগে লোকমান বেপারি নামে এক আওয়ামী লীগ নেতার ১০ হাজার টাকা জরিমানা ও শারীরিক শাস্তি দেয়া হয়েছে। সোমবার রাতে সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সে শ্রীরামকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল হালদার যুগান্তরকে নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের সভাপতিত্বে ওই  ইউনিয়নের বন্দরের দলীয় কার্যালয়ে এ সালিশ  বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠক ও ইউপি চেয়ারম্যানের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের উদয়তারা গ্রামের বিধবা ফিরোজা বেগমের (৬০) একটি গর্ভবতী ছাগল ১ নভেম্বর একই গ্রামের মৃত মন্নান বেপারির ছেলে লোকমান বেপারি চুরি করে। এ ঘটনায় ওই চুরি হওয়া ছাগলের মালিক ২৫ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান অভিযুক্ত ওই নেতাকে ১৬ ও ২৬ নভেম্বর ২ বার নোটিশ করেন। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সভাপতি মো. খোকন কাজী, স্থানীয় বন্দর ব্যবসায়ী সমিতি ও যুবলীগ সহসভাপতি ফারুক হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ হালদার, মনোজ কান্তি মণ্ডল, লিটন হালদারসহ সাংবাদিকদের উপস্থিতিতে এ বিচার কার্য অনুষ্ঠিত হয়। এ সময় ছাগল মালিক ফিরোজা বেগম জানান, তিনি অসহায় হওয়ায় গত ২ বছর আগে ছাগলটি স্থানীয় একটি এনজিও তাকে সাহায্য হিসেবে প্রদান করে। বিচারকার্য অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা লোকমান বেপারি ছাগলটি ১৫ দিন আগে ২৫শ’ টাকায় স্থানীয় শ্রীরামকাঠী বাজারে বিক্রি করেছেন বলে নিজে দোষী স্বীকার করেন।

No comments

Powered by Blogger.