ফেরিতে জাহাজের ধাক্কা, বাস-ট্রাক নদীতে

পিরোজপুরের কাউখালী উপজেলায় তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় ফেরির তলা ফেটে নদীতে তলিয়ে গেছে চার বাস-ট্রাক। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরিশালসহ এ অঞ্চলের ১৮ রুটে ওই ঘাট থেকে সকল প্রকার নৌযান চলাচলা বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার বেকুটিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী ও ফেরির দায়িত্বে থাকা আবদুল হামিদ জানান, পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে রাতে একটি যাত্রীবাহী বাস ও ৮টি ট্রাক নিয়ে ফেরিটি কঁচা নদীর মাঝ বরাবর পৌঁছালে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ ধাক্কা দেয়। এতে ফেরির একটি  ইঞ্জিন বিকল হয়ে যায়।  ফেরিতে থাকা অন্য ইঞ্জিনের সাহায্যে চালক ফেরিটিকে একটি ডুব চরে তুলে দিলে সেটির একাংশ ডুবে কাত হয়ে ফেরির একটি বাস ও তিনটি ট্রাক নদীতে ডুবে যায়। কাউখালী দমকল বিভাগের ইনচার্জ আবুবক্কর সিদ্দিক জানান, ফেরিচালক দ্রুত ফেরিটি চরে উঠিয়ে দেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্রেন দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আরেকটি ফেরি আনা হয়েছে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। কাউখালী থানার ওসি মনিরুজ্জামান জানান, ফেরিকে ধাক্কা দেয়া লাইটারেজ জাহাজটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরিশালসহ এ অঞ্চলের ১৮ রুটে ওই ঘাট থেকে সকল প্রকার নৌযান চলাচলা বন্ধ রয়েছে বলে জানান ওসি।

No comments

Powered by Blogger.