ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর: সেতুমন্ত্রী

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নত জীবন-যাপনের লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। রোহিঙ্গারা এদেশে যতদিন থাকবে ততদিন তাদের খাদ্য ও মানবিক সেবা দেয়া হবে। রোববার দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালী ২নং অস্থায়ী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, চলমান বায়োমেট্টিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনার কাজ সম্পন্ন হলে প্রত্যাবাসন শুরু হবে। একটি সীমাবদ্ধ স্থানে বিশাল জনগোষ্ঠীকে রাখা সরকার স্বাস্থ্যগতভাবে নিরাপদ মনে করছে না বিধায় রোহিঙ্গাদের সুস্থ ও নিরাপদ জীবন-যাপনের লক্ষ্যে ভাসানচর ছাড়াও আরো অন্যান্য স্থান খুঁজে দেখা হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বে প্রসংশিত হয়েছেন, তখন সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি।
কারণ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। খালেদা জিয়া যতই উত্তারাধিকার বানানোর চেষ্টা করুক না কেন জেল জুলুমের ভয়ে যারা দেশে আসে না তারা কখনও বড় নেতা হতে পারে না। তিনি বলেন, বর্তমান সরকার রোহিঙ্গাদের জন্য অত্যান্ত আন্তরিক। রোহিঙ্গাদের যাবতীয় অধিকার আদায় করে তাদের মিয়ানমার ফেরত পাঠানোর জন্য সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করি সরকার এতে সাফল হবে। এসময় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামূল হক শামীম, শামসূল হক এমপি, সাইমুন সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.