বহদ্দারহাট ফ্লাইওভারে র‌্যাম্প চালু

নগরীর এম এ মান্নান ফ্লাইওভারে (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী যুক্ত করা র‌্যাম্পটি শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়। এটি ব্যবহার করে নগরীর মুরাদপুর থেকে আসা গাড়িগুলো চান্দগাঁও ও বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে একমুখী চলাচল করতে পারবে।

দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম র‌্যাম্পটির উদ্বোধন করেন। তিনি বলেন, র‌্যাম্প নির্মাণের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অনেক দুর্ভোগে ছিলেন। আজ এ দুর্ভোগের অবসান হয়েছে। এখন থেকে শুধু বহদ্দারহাট ও চান্দগাঁওবাসী নয়, বৃহত্তর চট্টগ্রামের মানুষ বংশ পরম্পরায় এর সুফল ভোগ করতে পারবে।

র‌্যাম্প উদ্বোধনের সময় সিডিএ-এর বোর্ড সদস্য জসিম উদ্দিন, কেবিএম শাহজাহান, প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস, প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, র‌্যাম্প নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.