তুরস্কে প্রথম চালকবিহীন মেট্রো লাইন চালু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার দেশটির ইস্তানবুল শহরে প্রথম চালকবিহীন মেট্রো লাইন চালু করেছেন। বহুদিন ধরে প্রত্যাশিত এ প্রকল্প চালুর কারণে যানজটপূর্ণ এ শহরে জনদুর্ভোগ কমবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি জানায়, এরদোগান ইতিমধ্যে ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার অবস্থানকে শক্ত করেছেন।
দেশজুড়ে নতুন নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে সে অবস্থানকে আরও পাকাপোক্ত করছেন তিনি। নতুন এ মেট্রো লাইনটি তুরস্কের উসকুদার শহর এবং বাণিজ্যিক ও আবাসিক এলাকা উমরানিয়ের মধ্যে সংযোগ স্থাপন করবে। এতে ওই শহর দুটির মধ্যে যাতায়াতকারী নাগরিকদের যানজটের দুর্দশা আর পোহাতে হবে না। ওই মেট্রো লাইনে উদ্বোধনী ভ্রমণের আগে এরদোগান বলেন, ‘ধাপে ধাপে আমরা আরও কাছে চলে আসছি। যানজটবিহীন ইস্তানবুল গড়াই আমাদের লক্ষ্য। আমাদের অর্থনীতিকে অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে যারা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের জন্য এ মেট্রো লাইনের উদ্বোধন মহা আনন্দের।’ আগামী বছরের মধ্যে আরও কয়েকটি মেট্রো লাইন চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

No comments

Powered by Blogger.