ঢাকায় পৌঁছেছেন পোপ

পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে যাচ্ছেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পোপ ফ্রান্সিস সাভার থেকে ঢাকার ধানমন্ডিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। ঢাকায় এই সফরের প্রথম দিনে বিকেলে বঙ্গভবনে যাবেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে বৈঠক করবেন। বঙ্গভবনেই মন্ত্রীসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক অনুষ্ঠানে পোপ ফ্রান্সিসের বক্তব্য দেয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয়দিন শুক্রবার সকালে পোপ ফ্রান্সিস সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনা করবেন। এরপর তিনি বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষাৎ দেবেন। ভ্যাটিকান দূতাবাসেই তিনি রাতে থাকবেন। শুক্রবার বিকেলে তিনি কাকরাইলে রমনা ক্যাথেড্রালে যাবেন।সেখানে আর্চবিশপদের সাথে বৈঠক করবেন। এছাড়া আন্তঃধর্মীয় ও সম্প্রদায়গত ঐক্য বিষয়ক এক সভায় যোগ দেবেন। সফরের শেষদিনে পোপ ফ্রান্সিস মাদার টেরিজা হাউজ পরিদর্শন করবেন এবং সেখানে বিভিন্ন ধর্মের নেতাদের সাথে সাক্ষাৎ করবেন। তিন দশকে এই প্রথম কোন পোপ বাংলাদেশে সফরে এলেন। সর্বশেষ পোপ দ্বিতীয় জন পল ১৯৮৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন।

No comments

Powered by Blogger.