সরকার ২৫ হাজার টন সার আমদানি করবে

সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। প্রতি টনের মূল্য হবে ৩৮৯ মার্কিন ডলার। ওই হিসাবে মোট ব্যয় হবে ৮০ কোটি ২২ লাখ টাকা। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সৌদি আরবের মাডেনের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সম্পাদিত চুক্তির আওতায় এই সার আমদানি করা হবে। বৈঠকে ১৮৪ কোটি টাকা ব্যয়ে পৃথক তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন রবি মৌসুমের চাহিদা মেটানোসহ মজুদ বাড়াতে সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ‘রূপকল্প-৯ : ২ডি সাইসমিক প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে সিসমিক জরিপ কার্যক্রম পরিচালনার জন্য দৈনিক মজুরির ভিত্তিতে ৯০০ জন জনবল সরবরাহের জন্য সার্ভিস প্রোভাইডার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। আর্নিফ এন্টারপ্রাইজ এ জনবল সরবরাহ করবে। মোট ব্যয় হবে প্রায় ২৬ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’-এর আওতায় রূপকল্প-৩ প্রকল্পের অধীন কসবা-১ (গ্রুপ-এ) এবং রূপকল্প-১ প্রকল্পে সালদা (নর্থ)-১ (গ্রুপ-বি) জন্য বিভিন্ন পণ্য ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

No comments

Powered by Blogger.