ফিলিস্তিনকে তিন ভাগ করার ট্রাম্প-নেতানিয়াহু চুক্তি ফাঁস

ইসরাইল ও ফিলিস্তিনের সঙ্কট নিরসনে একটি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। প্রায় ৭০ বছর ধরে চলা ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার সঙ্কট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত ‘শতাব্দীর চুক্তি’র (ডিল অব দ্য সেঞ্চুরি) বিস্তারিত ফাঁস হয়ে গেছে। ইসরাইলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজ এ খবর জানিয়েছে। প্রস্তাবিত ওই চুক্তির নতুন শর্তগুলোর বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু। সেই শর্তে সঙ্কট নিরসনে দুই রাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশনের প্রস্তাবকে নাকচ করে দেয়া হয়েছে। ওই চুক্তি কার্যকর হলে কার্যত অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসনভার যাবে মিসরের হাতে। অন্য দিকে অধিকৃত পশ্চিম তীরের একাংশের রাজনৈতিক কর্তৃত্ব যাবে জর্দানের কাছে। আর পশ্চিম তীরের বাকি অংশ নিয়ন্ত্রণ করবে ইসরাইল। একই সঙ্গে দেশটি তাদের সার্বভৌমত্বে থাকা ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেবে। ওই চুক্তি নিয়ে ইসরাইলি কর্তাব্যক্তিদের সঙ্গে মিসরের সেনাশাসক আবদুল ফাত্তাল আল-সিসি, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহসহ অনেক আরব নেতার আলাপ হয়েছে। এ ছাড়া এ নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মিসরের প্রেসিডেন্ট সিসি ও জর্দানের বাদশাহ আবদুল্লাহর মধ্যে গোপন বৈঠক হয়েছে। আলমেসরিউন ডটকম নামে একটি সংবাদপত্রের খবরে বলা হয়, ইসরাইলি সাংবাদিক ইয়োসি ভারতার অনুসন্ধান করে পেয়েছেন, নেতানিয়াহু ও ইসরাইলের সাবেক বিরোধীদলীয় প্রধান আইজ্যাক হারজগ ২০১৬ সালের এপ্রিলে কায়রোর প্রজাতন্ত্র প্রাসাদে সিসির সঙ্গে বৈঠক করেন।
আমিরাতের মন্ত্রী-নেতানিয়াহু বৈঠক
এ দিকে ইসরাইলের দৈনিক হারেৎজ গতকাল আরো জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সংযুক্ত আরব আমিরাত ইউএইর পরাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আন-নাইয়ান গোপন বৈঠক করেছিলেন। ২০১২ সালে নিউ ইয়র্কে গোপন এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পশ্চিমা কূটনীতিবিদ এ খবর জানিয়েছেন। নিউ ইয়র্কের পার্ক এভিনিউ এবং ইস্ট ৬১তম স্ট্রিটে অবস্থিত লোস রিজেন্সি হোটেলের নেতানিয়াহুর কে বৈঠক হয়। ২০১২ সালের জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের অবকাশে ২৮ সেপ্টেম্বর বৈঠকটি হয়। ইসরাইলের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ইকোভ আমিদরোর এবং নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল জোহানান লোকার বৈঠকে অংশ নিয়েছিলেন।

No comments

Powered by Blogger.