ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নিহত

পশ্চিম তীরের রামাল্লায় ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নাগরিককে হত্যা করা হয়েছে। এ ছাড়া হালমিশে হামলায় আহত হয়েছেন আরেক ইসরায়েলি। খবর বিবিসির। হামলাকারীকে ধরা হয়েছে এবং গুলি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জেরুজালেমে নিরাপত্তা বাড়ানো নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। পূর্ব জেরুজালেমে এবং পশ্চিম তীরে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়। হারাম আল-শরিফ প্রাঙ্গণের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো ও সংঘর্ষের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিতে চান। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহ আগে ওই এলাকায় হামলায় তাদের দুই পুলিশ সদস্য নিহত হওয়ার কারণে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার একটি বাড়ি থেকে ছদ্মবেশে এসে এক ফিলিস্তিনি যুবক চার ইসরায়েলির ওপর ছুরি নিয়ে হামলা করে। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। আহত আরেক নারীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীর নাম ওমর আল আবেদ। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

No comments

Powered by Blogger.