ইয়েমেনে ১০ হাজার টন সাহায্য পাঠাল তুরস্ক

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে ১০ হাজার ৫৬০ টন খাদ্য, ওষুধ ও অন্যান্য সাহায্য পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি। খবরে বলা হয়, তুরস্কের সাহায্যবাহী জাহাজটি বৃহস্পতিবার ইয়েমেনের এডেন বন্দরে পৌঁছে। সেখানে ইয়েমেন কর্তৃপক্ষ জাহাজ থেকে মালামাল বুঝে নিতে শুরু করেছে। জাহাজটিতে ৫০ টন ওষুধ, চিকিৎসা উপকরণ, আটা-ময়দাসহ অন্যান্য খাদ্য দ্রব্য, জুতা, হুইল চেয়ার এবং দুটি ইমার্জেন্সি হাসপাতাল ক্যাম্প রয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের দুর্দশা লাঘবে তুরস্ক দীর্ঘদিন সাহায্য করে আসছে। সমস্যা নিরসনে তুরস্ক সেখানে রাজনৈতিকভাবে সমাধান করারও চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। হুথি ও সানা গ্রুপ এ যুদ্ধে জড়িয়ে পড়ে। ২০১৫ সালে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে ব্যাপকভাবে বিমান হামলা চালায়।

No comments

Powered by Blogger.