যুক্তরাষ্ট্রে প্রতিবছর পিস্তলের গুলিতে হাজারো শিশুর মৃত্যু

স্বল্পোন্নত অনেক রাষ্ট্রের তুলনায় আমেরিকাতে বুলেটের আঘাতে শিশুমৃত্যু উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, প্রতিবছর দেশটিতে এক হাজার তিনশ'র বেশি শিশু বন্দুকের গুলিতে মৃত্যুবরণ করে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর গবেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাঁচ হাজার আটশ' শিশু বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়। তবে এর মধ্যে মাত্র ছয় শতাংশ দুর্ঘটনাবশত। বাকিগুলো হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যার মতো ঘটনা। গবেষক ক্যাথরিন ফোলার বলেন, প্রতিদিন ১৯জন শিশু আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা যাচ্ছে নয়তো গুরুতর আহত হচ্ছে। ২০০৭ সাল থেকে ২০১৫ সালের মধ্যে আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যুর সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর দেশটির ডিসট্রিক্ট অব কলম্বিয়া এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যে এই মৃত্যুহার বেশি।

No comments

Powered by Blogger.