পাকিস্তানের হামলায় ভারতীয় ২ সেনা নিহত

ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (সীমান্ত) পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখা বরাবর উদমপুরে সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুই সেনার অঙ্গচ্ছেদ ও মরদেহ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ২২ শিখ রেজিমেন্টের একটি টহল দল কৃষ্ণা ঘাটি সেক্টরের দুটি সীমান্ত চৌকির মধ্যে সোমবার সকালে টহল দিচ্ছিল। নয় সদস্যের ওই টহলদার দলকে লক্ষ্য করে নিয়ন্ত্রণ রেখার ওপার হামলা চালানো হয়। এতে রকেট, মর্টার এবং অন্যান্য ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার এবং বিএসএফের এক হেড কনস্টেবল নিহত হন। আহত হন আরও এক সেনা।

No comments

Powered by Blogger.