বৃষ্টিতে বিফলে গেল মুশফিকের রাজসিক সেঞ্চুরি

ডিউক অব নোরফক ক্লাবের বিরুদ্ধে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের ইনিংসের পর ব্যাট করতে নেমে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বেশ ঝড়ই বইয়ে দিয়েছিলেন। তারা ১৮ ওভারে করেছেন বিনা উইকেটে ১০১ রান। এর পরই নামে বৃষ্টি। ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এর আগে চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছিল বিসিবি একাদশ। অধিনায়ক মুশফিকুর রহীমের অপরাজিত ১৩৪ রানের সাথে সৌম্য সরকারের ৭৩ এবং ইমরুল কায়েসের ৪৪ রানের ওপর ভর করে এই চ্যালেঞ্চিং স্কোর করে বাংলাদেশ।
৫০ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৩৪৫ রান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। আর এ সময় নিজেদের ঝালিয়ে নিতে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা তার একটি এখন হচ্ছে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের। পুরনো পিঠের ব্যাথা বেড়ে যাওয়ায় তামিম আজ বিশ্রামে রয়েছেন। আর অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফেরায় মাশরাফির পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।

No comments

Powered by Blogger.