জামালগঞ্জে এবার কবুতরে মড়ক?

জামালগঞ্জের হাওরের বাঁধ ভেঙ্গে ফসলডুবির ঘটনার কদিন পর থেকেই হাওরে মাছ ও হাঁসের মড়কের পর এবার কবুতর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস এর ভিন্ন কারণ বললেও কৃষক পরিবার ও খামারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খামারে পালন করা কবুতরগুলো সরবরাহ করা খাবারের পাশাপাশি হাওরের বিভিন্ন স্থানে গিয়ে খাবার আহরণ করে থাকে। গত রোববার দুপুরে সরেজমিনে সাচনা বাজার ইউনিয়নের পোস্ট অফিস সংলগ্ন রিপন মিয়ার খামারে গিয়ে দেখা যায়, ১৫টি মৃত কবুতর পড়ে আছে। গেল বৃহস্পতিবার একদিনেই ৩০টি কবুতর মারা গেছে বলে জানান খামারী রিপন মিয়া। পরবর্তী ৪ দিনে পর পর আরো শতাধিক কবুতর মারা গেছে। অবশ্য উপজেলা প্রাণীসম্পদের দায়িত্বরত কর্মকর্তা বলেছেন, রানীক্ষেত রোগের কারণেই কবুতরের মড়ক হয়েছে। খামারী রিপন মিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে গত রোববার দুপুরেই জামালগঞ্জ উপজেলা প্রাণীসম্পদের ভেটেনারী সার্জন সরেজমিন পরির্দশন করে আলামত জব্দ করে প্রাথমিকভাবে পরীক্ষার পর মৃত কবুতর গুলোকে পরিক্ষা নিরীক্ষার জন্য উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। এ ব্যাপারে কবুতরের খামারী মো: রিপন মিয়া জানান, তার খামারের কবুতরগুলোকে নিজে খাবার দেবার পাশাপাশি উন্মুক্ত হাওরের বিভিন্ন স্থানে গিয়ে খাবার আহরণ করতো। তিনি আরো জানান, মড়কে সব মিলিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছেন তার। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন ও থেরিওজেনোলজি ডা: মো: মুমিনুর রহমান বলেন, মৃত কবুতরগুলোকে ময়নাতদন্ত করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, রানীক্ষেত রোগের কারণে সম্ভবত মারা গেছে। উল্লেখ্য, পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে বৃহত্তর সিলেট অঞ্চলের হাওরাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। এরপরই সেখানে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এরপর সে মাছ খেয়ে অনেক হাঁসের মৃত্যুর ঘটনা ঘটে। এবার কবুতর মৃত্যুর ঘটনা সে বিষয়ের সাথে যুক্ত কি-না পরীক্ষার চূড়ান্ত ফলাফলেই তা পরিষ্কার হবে।

No comments

Powered by Blogger.