আজহার-শেহজাদে বড় স্কোরের সম্ভাবনায় পাকিস্তান

আজহার আলী আর আহমদ শেহজাদের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় স্কোরের ভিত তৈরি করেছে পাকিস্তান। বার্বাডোসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান করেছে ৩ উইকেটে ১৭২ রান। তারা এখনো স্বাগতিক দলের চেয়ে ১৪০ রানে পিছিয়ে আছে। তবে হাতে আছে আরো ৭ উইকেট। আজহার আলী ৮১ এবং অধিনায়ক মিসবাহ উল হক ৭ রানে ক্রিজে আছেন। আহমদ শেহজাদ ৭০ রান করে আউট হয়েছেন।
তবে ব্যর্থ হয়েছেন ইউনিস খান। তিনি ০ রানে বিদায় নিয়েছেন। বাবর আজমও আউট হয়েছেন ০ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৩১২ রানে তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে শুরু করে তারা খুব বেশি এগুতে পারেনি। চেজ করেছেন সর্বোচ্চ ১৩১ রান। এছাড়া ডরউইচ করেন ৫৮ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৪টি, মোহাম্মদ আমির ৩টি উইকেট নিয়েছেন।

No comments

Powered by Blogger.