কিমের সঙ্গে সাক্ষাৎ হবে সম্মানের: ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করা সম্মানের হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে ট্রাম্প বলেন, ‘কিম জং-উনের সঙ্গে দেখা করার ব্যাপারটি যদি আমার জন্য যৌক্তিক হয়, তাহলে অবশ্যই আমি দেখা করবো। এটা আমার জন্য সম্মানেরও হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, 'দুই নেতার মুখোমুখি কোনো সাক্ষাৎ করতে হলে, উত্তর কোরিয়াকে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে।' তবে এখনো সে রকম পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র শেন স্পাইসার বলেছেন, বিশেষভাবে তারা দেখতে চান যে, অতিসত্বর উত্তর কোরিয়া তাদের উসকানিমূলক আচরণ বন্ধ করেছে।
একদিন আগেই কিমকে তিনি 'যথেষ্ট চালাক ব্যক্তি' বলে বর্ণনা করেছিলেন। ট্রাম্পের নতুন এই মন্তব্য এমন সময় এলো, যখন উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কর্মসূচি নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা চলছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা চলছে। আর যেকোনো সময় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তারা যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে, তা এখন পুরোপুরি কার্যক্ষম হয়েছে।

No comments

Powered by Blogger.