শিবগঞ্জে চলছে পুলিশের জঙ্গিবিরোধী অভিযান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ও শাহাবাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযানে আজিজুর রহমান ও বাবু নামে দুজনকে আটক করার কথা এলাকাবাসী বললেও তা এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তা মুখ খুলছেন না। তবে অভিযানে জেলা পুলিশের সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার ভোর থেকে কানসাট ইউনিয়নের শিবনগর কাইঠাপাড়া গ্রামের জনৈক ইসলাম আলীর ছেলে জুয়েলের ফাঁকা বাড়িতে মাটি খনন করে অভিযান চালাচ্ছে পুলিশ।এর আগে বুধবার ইসলাম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই বাড়ির পাশে মাটির নীচ থেকে একটি ড্রাম উদ্ধার করা হয়েছে। তবে ওই ড্রামে কী আছে তা জানা যায়নি। এঘটনায় ইসলামের আরেক ছেলে বাবুকে (২২) আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অন্যদিকে একই ইউপির রাঘবপুর গ্রামে নেশ মোহাম্মদের ছেলে আজিজুর রহমানের (৪৫) বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজিজুর রহমানকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ দিকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত মিডিয়াকে জানানোর মতো কোনো খবর নেই।

No comments

Powered by Blogger.