প্রাইভেট পড়তে গিয়ে ৩ বন্ধু নিখোঁজ

কুষ্টিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে মঙ্গলবার সকাল থেকে তিন  বন্ধু নিখোঁজ রয়েছে। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের সদস্যরা তাদের কোথাও খুঁজে না পেয়ে বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন। নিখোঁজ ৩ শিক্ষার্থী হলো- শহরের উদিবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে লিংকন (১৫), চৌড়হাস ফুলতলা এলাকার অমিয়কান্তি মল্লিকের ছেলে উৎস মল্লিক (১৪) ও পূর্ব মজমপুর এলাকার মিজানুর রহমানের ছেলে তুহিন আহম্মেদ (১৪)। তিনজনই কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং একে অপরের বন্ধু। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি থাকায় মঙ্গলবার সকালে কলকাকলী স্কুলের শিক্ষক হাসানের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে তিনজনই বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা আর বাড়ি ফেরেনি। তারা জানান, ওই দিন কেউই ওই শিক্ষকের বাসায় পড়তে যায়নি। এর মধ্যে উৎস মল্লিক শিক্ষক হাসানকে ফোনে জানায়, 'তাদের বাড়িতে কাজ আছে, আজ পড়তে আসবে না।' লিংকনের বাবা হাবিবুর রহমান জানান, তিন বন্ধু মোবাইল ব্যবহার করলেও সবার ফোন মঙ্গলবার থেকে বন্ধ। তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ করলেও কোথাও তাদের সন্ধান মেলেনি। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, তিন ছাত্র নিখোঁজের ঘটনায় তাদের অভিভাবকরা বুধবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন। তাদের ছবিসহ সব তথ্য সব থানায় পাঠিয়ে দেয়া হবে। পুলিশ তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।

No comments

Powered by Blogger.