টাইগারদের রানের পাহাড়ে চাপা পড়ল আয়ারল্যান্ড উলভস

ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বিশাল জয় পেয়েছে টাইগাররা। সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে গড়া বাংলাদেশের রানের পাহাড়ে চাপা পড়েছে আয়ারল্যান্ড 'এ' দল। বুধবার বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে টাইগারদের ৭ উইকেটে ৩৯৪ রানের জবাবে আইরিশদের দ্বিতীয় সেরা দল মাত্র ১৯৫ রানেই গুটিয়ে যায়। মাশরাফি-সাকিবরা পান ১৯৯ রানের বিশাল জয়। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও রুবেল হোসেন। তবে বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড উলভসদের শুরুটা খারাপ ছিল না। জেমস শ্যাননের সঙ্গে জ্যাক টেক্টরের ৫১ রানের জুটিতে ভালো কিছু করে দেখানোর স্বপ্ন দেখিয়েছিল আইরিশরা। তবে একাদশতম ওভারে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা রুবেল উইকেরক্ষক-ব্যাটসম্যান শ্যাননকে আউট করে সে আশায় পানি ফেলে দেন। পরের ওভারে ফিরে জন অ্যান্ডারসনকেও বিদায় করেন তিনি। চার ওভারের ছোটো স্পেলে একটি উইকেট নেন সৌম্য সরকার।
আর শুভাশীষ রায় ১০ ওভার বল করে  ৬১ রানে দিয়ে নেন একটি উইকেট। অধিনায়ক মাশরাফি এদিনও তার নায়োকচিত বোলিংয়েরই স্বাক্ষর রাখেন। পরপর দুই ওভারে নেন অ্যান্ডি ম্যাকব্রায়ান ও সর্বোচ্চ ৬০ রান করা টেক্টরের উইকেট। ৪০ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৯৩ রান। সেখান থেকে মাত্র ২ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় দলটি। তিন বলের মধ্যে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব। আর পরপর দুই বলে শেষ দুটি উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজ। এর আগে টাইগারদের হয়ে তামিম ইকবাল করেন ৭৪ বলে ৮৬ রান। নিজের মারকুটে ব্যাটিংয়ে সাব্বির রহমান ৪৯ বলে ফিফটির পর মাত্র ৩৩ বল খেলে সেঞ্চুরি স্পর্শ করেন। তার ইনিংসে ছিল ১৬ চার আর ১ ছক্কার মার। এছাড়া মুশফিক ২৪ বলে ৪১ আর মাহমুদউল্লাহ ৩১ বলে ৪৯ রান করেন। সাকিব আল হাসান ২৭ বলে ৪৪ আর মোসাদ্দেক হোসেন সৈকত ২৭ বলে ৩১ রান তুলে টাইগারদের রানের পাহাড় আরও বড় করেন। আগামী শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.