বৃষ্টিতে ভিজল ভারতের জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ গেমে রোববার নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারাল ভারত। ফর্মে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি। দুর্দান্ত খেললেন শামি ও ভুবনেশ্বর কুমার। চ্যাম্পিয়নের বিক্রম বজায় রেখেই ওয়ার্ম আপ গেমে কিউয়িদের উড়িয়ে দিল বিরাট কোহলির ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৪ ওভারে ১৮৯ রান তুলে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দুরন্ত ফর্মে ফিরলেন মহম্মদ সামি (৩/৪৭ ৮ ওভার)। সঙ্গী ভুবনেশ্বর কুমারও (৩/২৮ ৬ ওভার) কিউয়িদের ত্রাস হয়ে দেখা দিলেন। জবাবে ২৬ ওভারে ভারতের রান দাঁড়ায় ১২৯/৩। বৃষ্টির কারণে এই সময় খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লিউইস নিয়মে স্বচ্ছন্দে ম্যাচ পকেটে পোরে টিম ইন্ডিয়া।
বেশ কিছু দিন খরার মধ্যে কাটানোর পরে এই ম্যাচে ফের বিরাট কোহলির ব্যাটে রানের ফুলঝুরি দেখা গেল। ৫৫ বলে ৫২ রানের ইনিংসে বেশ কিছু অসামান্য স্ট্রোক উপহার দিলেন কোহলি। দর্শকদের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে মুগ্ধ করলেন এম এস ধোনিও। ৫৯ বলে ৪০ রান করে ফর্মে ফিরলেন শিখর ধাওয়ান। এদিন দ্বিতীয় উইকেট জুটিতে ধাওয়ান ও কোহলি যোগ করেন ৬৮ রান। তবে চূড়ান্ত ফ্লপ অজিঙ্ক রাহানে (৭)। কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে নজর কাড়লেন লিউক রঞ্চি। ৬৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস সেজে উঠল ৬টি বাউন্ডারি এবং দু'টি বিশাল ছক্কায়। এদিনের ম্যাচে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী।

No comments

Powered by Blogger.