লজ্জার রেকর্ড কারবারের

সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেংকার অনুপস্থিতিতে মেয়েদের এককে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছিল তাকে। কিন্তু লজ্জার রেকর্ড গড়ে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কারবার। ফরাসি ওপেনের ইতিহাসে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া প্রথম শীর্ষ বাছাই তিনি। রোববার বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কারবারকে সরাসরি ৬-২, ৬-২ গেমে হারিয়ে মহাঅঘটনের জন্ম দিলেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা। গতবারও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন কারবার।
তখন অবশ্য শীর্ষ বাছাই ছিলেন না এই জার্মান তারকা। কারবারের বিদায়ের দিনে জয় দিয়ে গ্র্যান্ডস্লাম মঞ্চে ফিরলেন দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা। গত ডিসেম্বরে নিজের বাড়িতে ডাকাতের ছুরির আঘাতে মারাত্মক আহত হয়েছিলেন এই চেক তারকা। ওই ঘটনার পর কালই প্রথম কোর্টে নামলেন কিভিতোভা। প্রত্যাবর্তন ম্যাচে জুলিয়া বোসেরাপকে ৬-৩, ৬-২ গেমে হারানোর পর আবেগে কেঁদে ফেলেন তিনি। এএফপি।

No comments

Powered by Blogger.