‘প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবে আমেরিকা’

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ কথা বলেছেন মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান স্কট প্রিউইটের কাছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্প এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে জ্বালানি কোম্পানি ও বড় বড় কর্পোরেশনগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করবেন। এদিকে, শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, প্যারিস চুক্তি নিয়ে তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আগামী সপ্তাহে। ইতালির সিসিলি দ্বীপে শিল্পোন্নত জি-সেভেনের বৈঠকে বৈঠক শেষ হওয়ার দিন তিনি টুইটারে এ বার্তা দিলেন। বৈশ্বিক উষ্ণতা কমানোর বিষয়ে প্যারিস জলবায়ু চুক্তি করা হয়েছিল কিন্তু ট্রাম্প সে চুক্তি বাস্তবায়নের বিষয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ব্যর্থ হওয়ায় মিত্র দেশগুলো হাতাশা ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় প্যারিস চুক্তি হয়েছিল।

No comments

Powered by Blogger.