বিএনপি জঙ্গি জোট : হাছান মাহমুদ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ‘জঙ্গি’ জোট হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, ‘যারা ২৫ মার্চ গণহত্যা চালিয়েছে বিএনপি তাদের সঙ্গে জোট বেঁধেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের খেলাফত মজলিসসহ অনেকেই আছে যারা আফগানিস্তান থেকে ট্রেনিংপ্রাপ্ত। এখানে শফিউল আলম প্রধানও আছেন। যিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মার্ডারের প্রধান আসামি ছিলেন। বিএনপি জোট হচ্ছে জঙ্গি জোট। দুশমনের জোট। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি বলে তারা নাকি মুক্তিযুদ্ধের দল।
বিএনপি এমন মুক্তিযুদ্ধের দল যারা পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানরা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই সময়ে যেসব চ্যানেল, পত্রিকা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক লিখেছিল তা তো মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, আজকে নতুন প্রজন্ম নতুন করে স্বাধীনতা ইতিহাস জানার সুযোগ পেয়েছে। বিএনপির দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হবে। যারা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। সভায় সভাপতিত্ব করেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস।

No comments

Powered by Blogger.