কলা ও পেঁপে বাগান কেটে শত্রুতার প্রতিশোধ!

মাগুরা সদর উপজেলার চাঁনপুর গ্রামে আব্দুর রাজ্জাক ও আব্দুর রফিক মাষ্টারের কলা ও পেঁপে বাগানের ১ হাজার গাছ কেটে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শত্রুতার বশবর্তী হয়ে গতকাল রোববার দিবাগত রাতে কে বা কারা কলা ও পেঁপে বাগানের ১ হাজার গাছ কেটে ফেলে রেখে যায়। বাগানে রোপণ করা সব গাছের মাঝ বরাবর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে রাখা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক ও আব্দুর রফিক মাষ্টার জানান, মানুষের সাথে মানুষের মনোমালিন্য থাকতে পারে যা মীমাংসা হয়ে যায় কিন্তু গাছপালার সাথে এরকম শত্রুতা আগে কখনো দেখিনি। তাদের বাগানের গাছ কেটে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্রামের সামাজিক দলাদলিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাদের এ ক্ষতি করেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: আজমল হুদা জানান, উপজেলার চাঁনপুর গ্রামে একটি কলা ও পেঁপে বাগানের গাছ কাটার সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

No comments

Powered by Blogger.