২০১৯ নয়, ২০২২ পর্যন্ত ক্ষমতায় থাকতে চান মোদি

সেমিফাইনাল জেতার পর আত্মবিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে তার গলায়। ২০১৯ সালের ফাইনাল নিয়ে ভাবছেনই না তিনি। ভাবখানা এমন ‌যেন বিরোধীরা আগেই ওয়াক ওভার দিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখন্ডে বিপুল জয়ের পর রোববার বিজেপির সদর দফতরে বিজয় ভাষণে নরেন্দ্র মোদি বলেন, “২০২২ সালে ৭৫তম স্বাধীনতা দিবসে নতুন ভারত গড়তে চাই। ‌উত্তর প্রদেশ সেই ভারত গঠনের ভিত্তি স্থাপন করেছে। নতুন ভারতে গরিবরা খয়রাতি চায় না, বরং সু‌যোগ চায়’।
তার আগে ট্যুইটারেও প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘২০২২ সালের মধ্যে নতুন ভারত গঠিত হবে। ‌যে ভারত দেখলে গর্বিত হবেন গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল।' রাজনৈতিক মহলের মতে, মোদির কথাতেই স্পষ্ট, ২০১৯ সালের নির্বাচন নিয়ে তিনি ভাবছেন না। তাই ২০২২ সালের রোডম্যাপ তৈরি করে ফেলেছেন। মোদির দীর্ঘমেয়াদি পরিকল্পনাই বলছে, কতটা আত্মবিশ্বাসী তিনি? আর মোদিকে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে রণক্লান্ত বিরোধী শিবির। এবং ‌যোগ্য বিরোধী নেতার অভাব।

No comments

Powered by Blogger.