মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জার্মানিতে গতকাল শুক্রবার শুরু হওয়া ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের নিরাপত্তা ও নীতিনির্ধারকদের মতবিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ এ সম্মেলন শুরু হয়েছে মিউনিখের বায়েরিশার হোফ হোটেলে। এ বছর আলোচ্যসূচির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক, ট্রাম্প, ব্রেক্সিট, ইইউ ও ন্যাটো সংকট ইত্যাদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন দের লায়েন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের উদ্বোধনী বক্তব্য শেষে সম্মেলনের চেয়ারম্যান ওলফগ্যাং সিঙ্গার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জার্মানির চ্যান্সেলর, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, নরওয়ের প্রধানমন্ত্রী এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার উচ্চপর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং জলবায়ু পরিবর্তন, পানি, খাদ্য ও অভিবাসনসহ বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে ভাষণ দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী সম্মেলনে আসা অতিথিদের সম্মানে মিউনিখ নগরীর মেয়রের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গেও বৈঠক করবেন।

No comments

Powered by Blogger.