কুমিল্লা বিভাগের দাবিতে আন্দোলন অব্যাহত

গতকাল শুক্রবার কুমিল্লা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিকেল চারটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রহলাদ দেবনাথ, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল খালেক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক,
ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া ও নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার। গত মঙ্গলবার এক সভায় কুমিল্লার নাম বাদ দিয়ে ময়নামতি নামে এই অঞ্চলে বিভাগ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাঁর উদ্ধৃতি দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা গণমাধ্যমকে জানান। এরপর কুমিল্লায় আন্দোলন শুরু হয়। গতকাল টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেন নগরবাসী। এতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

No comments

Powered by Blogger.