সালমান শাহের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

আজ বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা জনপ্রিয় নায়ক সালমান শাহের ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ এফডিসি মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক সোহানুর রহমান সোহান। আরও উপস্থিত থাকবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী এসএম শফি, চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলীসহ সালমান ভক্তরা। ১৯৯৬ সালের এই দিনে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
প্রতিপক্ষ ও নিন্দুকেরা তার মৃত্যুকে আত্মহত্যা বললেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে। সালমান শাহের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের দাড়িয়াপাড়ায়। বিটিভিতে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর বাকিটা কেবলই ইতিহাস। প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নিলেন তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। স্বল্প সময়ের মধ্যে ২৭টি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। তার প্রায় প্রতিটি ছবিই ছিল ব্যবসাসফল। এসব ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনূর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ।

No comments

Powered by Blogger.