ওয়ালশের পর সামারাবীরা

আগেরদিন জানা গিয়েছিল, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কোর্টনি ওয়ালশ। কাল জানা গেল ব্যাটিং পরামর্শক হয়েছেন থিলান সামারাবীরা। যিনি এ বছরের শুরুতে একই দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়া দলের হয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য শুক্রবার জানিয়েছেন, সামারাবীরা শুধু একটি সিরিজে থাকবেন। তবে তিনি আভাস দেন যে, তার চুক্তির মেয়াদ বাড়তে পারে। এদিকে এ বছর নিউজিল্যান্ড সফরের আগে একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দেয়া হবে বলে বিসিবি সভাপতি জানান। নাজমুল হাসান বলেন, ‘ব্যাটিং বিশেষজ্ঞ সামারাবীরাকে পরামর্শক হিসেবে নেয়া হয়েছে শুধু ইংল্যান্ড সিরিজের জন্য। দেখা যাক তার মেয়াদ বাড়ানো যায় কিনা। আমরা এখনও স্পিন বোলিং কোচ খুঁজছি। যাদের পাওয়া যাবে তাদের মধ্যে যিনি সেরা তাকেই নেয়া হবে। নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দেয়া হবে।’
এদিকে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে সহকারী কোচ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামারাবীরাকে নিয়োগ দেয়ার খবর জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। অফ-স্পিনিং অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন সামারাবীরা। টেস্ট অভিষেকে আট নম্বরে নেমে সেঞ্চুরির পর আস্তে আস্তে ঘুরে যায় ক্যারিয়ারের মোড়। হয়ে ওঠেন পুরোদস্তুর ব্যাটসম্যান। টেস্টে ছিলেন লংকান মিডলঅর্ডারের অন্যতম ভরসা। সামারাবীরা ৮১ টেস্টে ১৪ শতকে ৫,৪৬২ রান করেছেন ৪৮.৭৬ গড়ে। ওয়ানডে খেলেছেন ৫৩টি। ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলংকা দল থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সামারাবীরা। এরপর থিতু হন অস্ট্রেলিয়ায়। আপাতত থাকছেন মেলবোর্নে। তার কোচিং ক্যারিয়ারের শুরুও অস্ট্রেলিয়ায়ই। গত জুন থেকে আগস্ট পর্যন্ত ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। শ্রীলংকা সফরের আগে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলেও।
বাংলাদেশ দলে তার দায়িত্ব পাওয়ায় বড় ভূমিকা থাকতে পারে চন্ডিকা হাথুরুসিংহেরও। বাংলাদেশের প্রধান কোচের ঘনিষ্ঠ বন্ধু সামারাবীরা। এদিকে পদোন্নতি পেয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন হ্যালসল। আগের সহকারী কোচ রুয়ান কালপাগের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকে হ্যালসলকে পদোন্নতি দেয়ার কথা শোনা যাচ্ছিল। কাল এ খবর নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান, ‘আমার কিছু ঘাটতি আছে কোচিং স্টাফে। এজন্য আমাদের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে আমরা সহকারী কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’ ২০১৪ সালের আগস্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন জিম্বাবুয়েতে জন্ম নেয়া হ্যালসল। বাংলাদেশে দায়িত্ব নেয়ার আগে ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচ। ইংল্যান্ডেও পরে পদোন্নতি পেয়ে হন সহকারী কোচ। সেসময় অ্যান্ডি ফ্লাওয়ারের অসুস্থতা ও বিশ্রামে মূল কোচের দায়িত্বও পালন করেছেন।

No comments

Powered by Blogger.