বেকার মিলন

সবদিকেই চলছে নিয়ম না মানার মহড়া। অনিয়মনে ভরে গেছে পুরো দেশ। চাকরি ক্ষেত্রে চলছে ঘুষ-বাণিজ্য। তরুণরা চাকরি না পেয়ে বেকার হয়ে পড়ছেন। সেখানে চলছে ক্ষমতার দাপট। আর কত কত সমস্যা! অনেকেই ভেবে থাকেন সমস্যাগুলো যদি তুড়ি মেরে উড়িয়ে দেয়া যেত। তাহলে কতই না ভালো হতো। ঠিক তুড়ি মেরে উড়িয়ে দিতেই হঠাৎ শহরে হাজির হন এক ম্যাজিশিয়ান। যিনি মন্ত্রের মাধ্যমে এসব সমস্যা সমাধান দিতে পারেন। তবে বিষয়টি দেখা যাবে বিটিভির নাটকের একটি গল্পে। নাটকের নাম ‘ম্যাজিশিয়ান’। এর নাম ভূমিকায় থাকছেন হাসান ইমাম।
নাটকে বেকার তরুণের ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এ প্রসঙ্গে মিলন বলেন, ‘অনিয়মের কারণে মানুষের জীবনে যেসব সমস্যার সৃষ্টি হয় তারই অবস্থা তুলে ধরা হয়েছে নাটকে। আমরা ভালো থাকার জন্য অনেক কিছু কল্পনা করি। সেই কল্পনাগুলোই একজন ম্যাজিশিয়ান বাস্তবে রূপ দেয়। প্রতি সপ্তাহের বুধবার রাত সাড়ে ৮টায় বিটিভিতে দেখা যাবে ‘ম্যাজিশিয়ান’। মাসুম শাহরিয়ারের রচনা ও ফারুক খান টিটুর পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ড. ইনামুল হক প্রমুখ।

No comments

Powered by Blogger.