লিফটের মধ্যে ‘দুষ্টুমি’। একা হাতে যুবককে উচিত শিক্ষা দিলেন মহিলা

একটু সাহস আর চেষ্টা থাকলে মেয়েরা নিজেরাই নিজেদের রক্ষাকর্তা হয়ে উঠতে পারেন। এলিভেটরে ওঠার পর থেকেই মহিলাকে একা পেয়ে উত্যক্ত করছিল এক যুবক। প্রথমে পাত্তা না দিলেও দ্বিতীয়বার যুবক বেশি সাহসী হয়ে ওঠে।
শুধু কি ভারত? নারীদের নিরাপত্তা নিয়ে পৃথিবীর অধিকাংশ জায়গাতেই সমস্যা রয়েছে। তার উপরে লিফটের ভিতরে একা কোনও মহিলাকে পেয়ে কেউ যদি হয়রান করে, তাহলে তো আত্মরক্ষা করা ছাড়া উপায় নেই।
চিনের এক মহিলা অবশ্য প্রমাণ করলেন, একটু সাহস আর চেষ্টা থাকলে মেয়েরা নিজেরাই নিজেদের রক্ষাকর্তা হয়ে উঠতে পারেন। এলিভেটরে ওঠার পর থেকেই মহিলাকে একা পেয়ে উত্যক্ত করছিল এক যুবক। প্রথমে পাত্তা না দিলেও দ্বিতীয়বার যুবক বেশি সাহসী হয়ে ওঠে।
এর পরেই পাল্টা দেন ওই মহিলা। প্রথমে কানের নীচে এক থাপ্পড়। কোনওক্রমে ওই যুবক উঠে দাঁড়াতেই মোক্ষম জায়গায় লাথি। এর পরে আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না যুবকের। তার পরেও ওই যুবককে অবশ্য দু’-এক ঘা দিয়েছেন ওই মহিলা।
এই ঘটনা নিঃসন্দেহে মহিলা এবং পুরুষ, দু’পক্ষের কাছেই শিক্ষা। মহিলারা এই চিনা তরুণীকে দেখে আত্মরক্ষার শিক্ষা পাবেন, আর যে পুরুষরা মহিলাদের উত্যক্ত করার কথা ভাবছেন, তাঁরা নির্ঘাত দু’একবার ভাববেন।

No comments

Powered by Blogger.