রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিধানের দাবিতে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই ধর্মঘট চলবে বলে হুমকি দেওয়া হয়। এ ধর্মঘটের কারণে হাসপাতালে রোগীদের সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মঘটের কারণে আজ দ্বিতীয় দিনের মতো সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দেননি। তাঁরা তাঁদের নিরাপত্তা বিধানের দাবিতে সকাল ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর পরিচালককে স্মারকলিপি দেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে ক্যাম্পাসে অবস্থিত ইন্টার্ন হলে ফিরতে মেডিকেল কলেজের শহীদ মিনারের পাশে ইন্টার্ন চিকিৎসক সুমন আলীকে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে অস্ত্রের মুখে মুঠোফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়। অতি সম্প্রতি ওই একই এলাকায় সাতজন ইন্টার্ন চিকিৎসক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের কাছে একাধিকার স্মারকলিপি দিয়েছেন। তখন নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বৈঠক করে তাঁরা এই সিদ্ধান্ত নেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদুর রহমান ওরফে রিফাত বলেন, ‘আমরা বারবার আমাদের নিরাপত্তার দাবি জানিয়ে আসছি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলা হলেও আমাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। তাই আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’ উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতালের পরিচালকের কক্ষে চিকিৎসকদের নিয়ে বৈঠক চলছে। সেখান থেকে পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসকনেতা, মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্য চিকিৎসকেরা রয়েছেন।

No comments

Powered by Blogger.