করের ভারে পাসপোর্ট ত্যাগের হিড়িক

করের যাতায় পিষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে পাসপোর্ট ছেড়ে দেয়ার প্রবণতা বেড়ে গেছে। আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সংখ্যায় আমেরিকান নিজের দেশের পাসপোর্ট ছাড়ছেন বলেও শুক্রবার সিএনএন মানির এক প্রতিবেদনে বলা হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য বিশ্লেষণ থেকে দেখা গেছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে দীর্ঘ মেয়াদে বসবাসরতদের দেশটির সরকারের সঙ্গে ‘আনুষ্ঠানিক সম্পর্ক’ চুকিয়ে ফেলার হার আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়ে রেকর্ড চার হাজার ২৭৯ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা ২০০৮ সালের তুলনায় ১৮ গুণ বেশি।
সাম্প্রতিক বছরগুলোতে এটা প্রবণতা হিসেবে দেখা দিয়েছে বলে সিএনএন মানি জানিয়েছে। কারণ হিসেবে বিদেশে বসবাসরত আমেরিকানদের কর সংক্রান্ত কার্যক্রম নিয়ে জটিলতার মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। ছয় বছর আগে নতুন আইন কার্যকর হওয়ার পর কর নিয়ে নাগরিকদের মাথাব্যথা আরও বেড়েছে বলে এতে বলা হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ২৩১, ২০০৯ সালে ৭৪২, ২০১০ সালে ১৫৩৪, ২০১১ সালে ১৭৮১, ২০১২ সালে ৯৩৩, ২০১৩ সালে ৩০০০, ২০১৪ সালে ৩৪১৫ জন নাগরিকত্ব ছেড়েছেন। এদের বেশিরভাগই বিদেশে কর্মরত আমেরিকান। কর আদায়ের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশ থেকে কঠোর নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র। নাগরিকদের সব ধরনের আয়ের ওপর কর আরোপ করা হয়েছে, তা যেখান থেকে আয় করা হোক বা নাগরিক যেখানে বসবাস করুক না কেন। ফলশ্র“তিতে বিদেশে বসবাসরত আমেরিকানদের জন্য করসংক্রান্ত বিপুল দাফতরিক কার্যক্রম এত জটিল হয়েছে যে, তারা বড় অংকের অর্থ খরচ করে অ্যাকাউন্টেন্ট ও আইনজীবী নিয়োগ দিতে বাধ্য হচ্ছেন।

No comments

Powered by Blogger.