বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য রাজনৈতিক স্পেস প্রয়োজন

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য রাজনৈতিক স্পেস দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ প্রক্রিয়ায় নির্বাচনে দলগুলোকে প্রার্থী দিতে হবে। এতে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। গোটা প্রক্রিয়াটা হতে হবে অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বশীল। তিনি রাজনৈতিক প্রক্রিয়াকে সহিংসতা থেকে পুরোপুরি মুক্ত রাখারও আহ্বান জানান।
মার্কিন রাষ্ট্রদূত সোমবার যুগান্তরকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে দেয়া এ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, গণতন্ত্র ও মানবাধিকার, জিএসপি ইস্যু, পদ্মা সেতু ও বিশ্বব্যাংক ইস্যু, বাংলাদেশ-ভারত সম্পর্ক, যুদ্ধাপরাধের বিচার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, সন্ত্রাস দমনে সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে খোলামেলা অভিমত তুলে ধরেন। বিস্তারিত পড়ুন বাতায়ন পাতায়।

No comments

Powered by Blogger.