হাসিনের জয়যাত্রা

মিডিয়াতে কাজ করলেও পরিবারকে সবসময়ই প্রাধান্য দিয়ে আসছেন হাসিন। যে কারণে অন্য তারকাদের মতো মাসজুড়ে তার কাজের ব্যস্ততা থাকে না। নিজের সংসার, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি এবং বন্ধু-বান্ধবদের সময় দেয়ার পর কাজ করেন। সময়টা একেবারে কম হলেও অভিনয়ই কিন্তু তার ধ্যান-জ্ঞান। পরিবারের পক্ষ থেকে এখনও যে পুরো সম্মতি আছে তা কিন্তু নয়। তবুও হাসিন কাজ করে যাচ্ছেন। সম্মানটা ধরে রাখাই তার লক্ষ্য। একজন ভালো অভিনেত্রী হিসেবে এরই মধ্যে বেশ চাহিদা তৈরি হয়েছে নির্মাতা, দর্শকের কাছে। কিছুদিন আগেও ভিট তারকা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিতি ছিল তার। কিন্তু এখন নামের আগে অভিনেত্রী বিশেষণটি অর্জন করে নিয়েছেন তিনি। তার ভুবনমোহিনী হাসি যে কোনো দর্শককে মুহূর্তে মুগ্ধতার আবেশে জড়িয়ে নিতে সক্ষম। হয়তো হাসি দিয়েই তিনি দর্শক এবং বিচারকের মন জয় করেছিলেন বলেই তিনি হয়েছিলেন ভিট তারকা চ্যাম্পিয়ন। রাজশাহীর মেয়ে হাসিন। বাবা মো. গোলাম নবী ও মা মুসতারি বেগম দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট তিনি। তাই ছোটবেলা থেকে আদরে আদরেই বেড়ে উঠেছেন। ২০১১ সালের ভিট চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমই হাসিন অভিনয় করেন তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী’ নাটকে। এ নাটকে তিনি সুপার মডেল নোবেলের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি অভিনয় করেন সকাল আহমেদের পরিচালনায় ‘নরম রোদেও ওম’ নাটকে। এতে তিনি অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদের বিপরীতে। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’।
এরপর আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন হাসিন। সম্প্রতি শেষ হয়েছে বাংলাভিশনে তার অভিনীত মোশাররফ করিম প্রযোজিত ধারাবাহিক ‘তিনি আসবেন’ এবং চ্যানেল আইতে তাহের শিপনের ‘ভৈরব’। বর্তমানে প্রচার চলছে চ্যানেল নাইনে দীপংকর দীপন পরিচালিত ‘গ্র্যান্ড মাস্টার’, চ্যানেল আইতে কাফী বীরের ‘মেঘের ওপারে’ এবং এটিএন বাংলায় ‘সাহেব বাবুর বৈঠকখানা’। কিছুদিন আগে হাসিনের প্রিয় মানুষ তার নানি পরলোকগমন করেছেন। এই নিয়ে বেশ মন খারাপ ছিল তার। পাশাপাশি সাংসারিক ব্যস্ততার কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। গত সপ্তাহে ইয়ামিনের নির্দেশনায় ‘এখনো রাত বাকী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন হাসিন। অভিনয়ের আগে বিজ্ঞাপনেই কাজ করেছেন। এরই মধ্যে তার অভিনীত বেশ কয়েকটি বিজ্ঞাপন প্রচার হয়েছে। প্রথম তিনি মডেল হন অমিতাভ রেজার নির্দেশনায় ‘নিহার ন্যাচারাল হেয়ার অয়েল’-এ। এরপর তিনি গাজী শুভ্রর পরিচালনায় ‘মেরিল রিভাইভ ট্যালকম পাউডার’ ও পিপলু খানের নির্দেশনায় ‘রূপচাঁদা গুঁড়া মশলা’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। চলচ্চিত্রে অভিনয়ের প্রতি রয়েছে তার ব্যাপক আগ্রহ। নিয়মিত কাজ করার প্রস্তাবও পাচ্ছেন। কিন্তু ভালো গল্প, পছন্দসই কো-আর্টিস্ট এবং একজন গুণী পরিচালক- এই তিনের সমন্বয় হলেই তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন। হয়তো সেদিনও আর খুব বেশি দূরে নেই। চলতে চলতেই রুপালি পর্দায় দেখা মিলবে হাসিনের। ২০১২ সালের ৬ জুলাই মারুফুল ইসলাম ঝলকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাসিন। নিজের জন্মদিন ৭ এপ্রিল হলেও স্বামীর জন্মদিন ২২ ডিসেম্বরই যেন তার কাছে সবচেয়ে বেশি আনন্দের। এই দিনটিতে স্বামী ঝলককে সারপ্রাইজ দেয়ার মাঝেই যেন নিজের জীবনে এক অন্যরকম আনন্দ খুঁজে পান।

No comments

Powered by Blogger.