প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী হতে চান সুচি

সাংবিধানিক বাধায় প্রেসিডেন্ট না হতে পেরে প্রেসিডেন্ট কার্যালয়ের একজন ন্ত্রেীর পদ নিতে যাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। এই পদ নিয়ে তিনিই প্রেসিডেন্টকে পরিচালিত করবেন বলে ধারণা করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্ট প্রার্থীদের নাম প্রস্তাব করা হবে। এনএলডির সম্ভাব্য মনোনীত প্রার্থী অক্সফোর্ড গ্রাজুয়েট টিন কিয়াও প্রেসিডেন্ট হবেন বলে গুঞ্জন রয়েছে। খবর সিডনি িের্নং হেরাল্ডের। গত ৮ নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে নিরংকুশ বিজয় পায় সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। জান্তা সরকার প্রণীত সংবিধান অনুযায়ী বিদেশী স্বামী-সন্তান থাকায় প্রেসিডেন্ট পদের অযোগ্য সুচি। তাই দল থেকে একজন ‘প্রক্সি’ প্রেসিডেন্ট নিয়োগ দিবেন তিনি। সংবিধান অনুযায়ী মোট তিনজন মিয়ানমারের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। তারা হচ্ছেন- পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে একজন, নিম্নকক্ষ থেকে একজন ও সেনাবাহিনীর সংরক্ষিত প্রতিনিধিদের ধ্যে থেকে একজন। এরপর নির্বাচিত-সংরক্ষিত সব এমপির ভোটে বিজয়ী ব্যক্তিই হবেন প্রেসিডেন্ট।
বাকি দু’জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। তবে পার্লামেন্টে এনএলডির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সুচির েেনানীত ব্যক্তিই প্রেসিডেন্ট হবেন তা অনেকটা নিশ্চিত। জানা গেছে, এনএলডির প্রস্তাবিত সম্ভাব্য প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দলের সিনিয়র সদস্য ও সুচির ব্যক্তিগত চালাক হিসেবে পরিচিত টিন কিয়াও। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ও সুচি পরিচালিত দাতব্য সংস্থার প্রধান নির্বাহী। ৭০ বছর বয়সী টিন কিয়াওয়ের বাবা দেশের একজন খ্যাতনামা কবি। তার শ্বশুর উ লিয়েন সুচির খুব অনুগত ও এনএলডির সহ-প্রতিষ্ঠাতা। টিন কিয়াওয়ের স্ত্রী সু সু লিয়েন এনএলডির এমপি। তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পারিবারিক ডাক্তার টিন মিও উইনের নামও আলোচিত হচ্ছে। নির্বাচনের আগে থেকেই সুচি বলে আসছেন, প্রেসিডেন্ট যেই হোক না কেন তিনি তার ‘উপরে’ থাকবেন। নির্বাচনের পর সুচি নিজে প্রেসিডেন্ট হওয়ার জন্য সেনাবাহিনীর সঙ্গে দেন-দরবার চালিয়ে গেছেন। কিন্তু সংবিধানের বিতর্কিত ৫৯ (এফ) ধারা সংশোধন বা বাতিল করতে সেনাবাহিনীর নে গলাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত প্রক্সি প্রেসিডেন্টই ভরসা। এখন প্রেসিডেন্ট র্কাযালয়ের ন্ত্রেী হয়ে সেই আশা পূরণ করতে যাচ্ছেন তিনি। প্রেসিডেন্ট কার্যালয়ের সিনিয়র মন্ত্রী হলে সুচি সেনানিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠকগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তবে এনএলডির কোনো কোনো সূত্র সুচির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণেরও ইঙ্গিত দিয়েছেন।

No comments

Powered by Blogger.