টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলাই বাংলাদেশের লক্ষ্য

ট্রফিটা উঁচু করে ধরলে হয়তো ক্লান্তি খানিকটা দূর হতো। টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজার ধারণা এমনটাই। রোববার হারের কষ্ট নিয়ে হোটেলে ফিরে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোররাত। এরপর আবার সকাল ৮টায় বিমানবন্দরে খেলোয়াড়দের রিপোর্টিং । ঠিকমতো ঘুমাতে না পারায় ক্লান্তি ভর করে। এরই মাঝে ধর্মশালার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। টি ২০ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে মাশরাফি ভালো খেলার প্রত্যয় জানিয়ে গেলেন। তবে সেখানে বাছাইপর্বের বাধা পেরোনোটা যে প্রাথমিক দায়িত্ব সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি। ধর্মশালার অনভ্যস্ত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তেমন সময় পাবেন না তারা। একদিন মাত্র অনুশীলন করেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে টি ২০ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড এবং শেষ ম্যাচে ১৩ মার্চ ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বের সব ম্যাচ হবে ধর্মশালায়। বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান পেলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ মিলবে। সেখানে অপেক্ষা করবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষ। সোমবার সকাল ১০টায় ভারতের উদ্দেশে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেন টাইগাররা।
সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিশেষ বিমানে ধর্মশালা পৌঁছান তারা। রোববার এশিয়া কাপের ট্রফি হাতে না উঠলেও ফাইনালে ওঠায় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের। এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘টি ২০তে আমরা তেমন ধারাবাহিক ছিলাম না। কিন্তু সম্প্রতি দুটি বড় ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।’ আগের রাতে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ছেলেরা ফাইনালে খেলেছে। বেশ ভালো পারফর্ম করেছে। আশা করছি, এ পারফরম্যান্স আমরা বিশ্বকাপেও ধরে রাখতে পারব। আমাদের সেখানেও ভালো খেলতে হবে। এখানে বাড়তি কিছু চিন্তা করে ওখানে খেলতে পারব না। একদিন পরই আমাদের বিশ্বকাপ নিয়ে আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে।’ টি ২০ ক্রিকেট বাংলাদেশের কাছে আগে কঠিন মনে হতো। এই ফরম্যাট নিয়ে মাশরাফি বলেন, ‘আমি চেষ্টা করব সবাইকে মোটিভেট করতে। কেউ প্রত্যাশা করেনি যে, আমরা এশিয়া কাপের ফাইনাল খেলব। এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমাদের এ পরাজয় ভুলে যাওয়া উচিত। কারণ আমরা র‌্যাংকিংয়ের এক নম্বর দলের কাছে হেরেছি। আমাদের সামনে যে খেলা আছে সেগুলোতে মনোযোগ দেয়া উচিত।’ এবারের টি ২০ বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি ২০ বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল ৩ এপ্রিল।

No comments

Powered by Blogger.