মেহেরপুরে গমে হুইট ব্লাস্ট রোগ

গমে মহামারী আকারে দেখা দেয়া রোগ প্রতিরোধে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর অবশেষে প্রতিকার পেতে নাটিভো নামের ওষুধ প্রয়োগের জন্য মাইকিং ও প্রচারপত্র বিলি শুরু করেছে। কৃষকরা বলছেন, অনেক আগে থেকেই তারা নাটিভো প্রয়োগ করছেন। কিন্তু সুফল পাননি। ফলে কৃষিনির্ভর মেহেরপুর জেলায় উৎপাদিত গম জেলার চাহিদা পূরণ করতে পারবে না। অথচ প্রতিবছর জেলায় উৎপাদিত গম জাতীয় খাদ্যভাণ্ডারে অবদান রেখে আসছে।
খাদ্য হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য গম নিয়ে কৃষক ও গবেষকরা ভয়াবহ দুশ্চিন্তায় পড়েছেন। এই দুশ্চিন্তার নাম ‘হুইট ব্লাস্ট’। এটি গমের একটি ছত্রাকজনিত রোগ। গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, সঠিক সময়ে এই রোগ নিয়ন্ত্রণ করা না গেলে তা মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে গমের ফলনের ওপর পড়তে পারে মারাত্মক প্রভাব। দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। এবারই প্রথম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে এই রোগটি মহামারী আকারে দেখা দিয়েছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর গমের হুইট ব্লাস্ট রোগ দমনে করণীয় হিসেবে প্রচারপত্র বিলি করছে। কিন্তু কৃষকরা নিয়ম মেনেও প্রতিরোধে ব্যর্থ হচ্ছেন। কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তারা জানিয়েছেন, এ রোগের কারণে গমের উৎপাদন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে যাবে। এ রোগটিকে তারা বলছেন ছত্রাকজনিত হুইট ব্লাস্ট। মেহেরপুরের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে- মাঠের পর মাঠজুড়ে এবার গমের আবাদ করা হয়েছে।

No comments

Powered by Blogger.