ক্রিকেটেও আসছে লালকার্ড

এবার আর মজা নয়, সত্যি সত্যিই ক্রিকেটে হলুদ এবং লালকার্ডের ব্যবহার আসছে। ফুটবল, হকি এবং রাগবি খেলায় হলুদ ও লালকার্ড ব্যবহার করেন ম্যাচ পরিচালনকারীরা। খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়। তবে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের সতর্ক কিংবা শাস্তির জন্য হলুদ কিংবা লালকার্ডের প্রচলন নেই। তবে হ্যা, ক্রিকেটে একবার লালকার্ডের ঘটনা ঘটেছিল। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যের টি-টোয়েন্টি ম্যাচে লালকার্ড দেখেন অসি পেসার গ্লেন ম্যাকগ্রা। তাকে লালকার্ড দেখান নিউজিল্যান্ডের মজার আম্পায়ার বিলি বাউডেন। ম্যাচের শেষ বলে আন্ডার আর্ম ডেলিভারি করেছিলেন গ্লেন ম্যাকগ্রা। হাত না ঘুরিয়ে বল  দিয়েছিলেন গড়িয়ে। এতে তাকে লালকার্ড দেখান বিলি বাউডেন। কিন্তু সেটা ছিল স্রেফ মজা। ম্যাচ পরিচালনা করতে গিয়ে নানা মজার ঘটনা উপহার দেয়া বাউডেন কাজটি করেছিলেন মজা করে। কিন্তু এবার সত্যি সত্যিই ক্রিকেটে হলুদ এবং লালকার্ডের ব্যবহার আসছে। ইংল্যান্ডের মেরিলিবন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন আইন করতে যাচ্ছে। মাঠে খেলোয়াড়দের অপরাধের ধরণ বুঝে আম্পায়ার হলুদ কিংবা লালকার্ড দেখাতে পারবেন। নতুন নিয়মে মাঠে অযথা সময় নষ্ট, অতিরিক্ত আবেদন করা ছাড়াও আরও কয়েকটি ক্ষেত্রে আম্পায়াররা এই দুই কার্ডের ব্যবহার করতে পারবেন। এছাড়া অপরাধ ভেদে প্রতিপক্ষকে দলকে ৫ রান অতিরিক্ত দিতে পারবেন। এমন কি খেলোয়াড় বাজে আচরণ করলে রাগবির মতো তাকে ৫ কিংবা ১০ ওভারের জন্য মাঠ থেকে বের করে দিতে পারবেন। আপাতত ইংল্যান্ডের স্কুল ক্রিকেট, ঘরোয়া লীগ ও এমসিরি’র ক্রিকেট ম্যাচগুলো এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তবে আইসিসি এই পদ্ধতি গ্রহণ করবে কি-না তা জানতে এখনও অপেক্ষা করতে হবে। কিন্তু ক্রিকেটের নিয়ম-কানুনের ক্ষেত্রে এমসিসির প্রভাব অত্যন্ত সুস্পষ্ট। আইসিসি’র অনেক ক্রিকেটীয় নিয়মই এমসিসি থেকে নেয়া। আর এ ক্ষেত্রেও নতুন এ নিয়ম গ্রহণ করা আইসিসি’র পক্ষে অসম্ভব কিছু নয়।

No comments

Powered by Blogger.