‘শূন্য’ রানে গোটা দল অলআউট!

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। তাই বলে এতো অনিশ্চয়তা! বর্তমান ক্রিকেটে ২০ ওভারে ২০০ রান অসম্ভব নয়। কিন্তু সেখানে মাত্র ২০ বলে গোটা দল অলআউট! আর স্কোর বোর্ড ‘০’! হ্যা, ঠিকই দেখছেন স্কোর বোর্ড শূন্য। তারমানে ২০ বলের মোকাবিলায় কোনো রান যোগ করতে পারেননি দলের ১১ জন ব্যাটসম্যান! বিস্ময়, বিস্ময় আর বিস্ময়! অবাক হলেও ঘটনা সত্যি। খবরটি দিয়েছে ‘বিবিসি’র মতো সংবাদমাধ্যম। ইংল্যান্ডের কেন্টারবুরিতে একটি ইনডোর ম্যাচে মুখোমুখি হয় ব্যাপচাইল্ড ক্রিকেট ক্লাব ও ক্রাইস্ট চার্চ বিশ্ববিদ্যালয় দল। ক্রাইস্ট চার্চ আগে ব্যাগে গিয়ে করে ১১৯ রান। এই রান তাড়া করতে নেমে ব্যাপচাইল্ডের কোনো ব্যাটসম্যান একটি রানও করতে পারেননি। এমন কি অতিরিক্ত থেকেও কোনো রান আসেনি। মাত্র ২০ বলে (৩.২ ওভার) অলআউট ১০ জন ব্যটসম্যান! ১১ জন ক্রিকেটারের মধ্যে মাত্র ১ জন খেলোয়াড় ব্যাটে বলের ‘মিলন’ করতে পারেন। তাও একবারই। তবে সেই বলটাও ফিল্ডারের হাতে ধরা পড়ে। আর বাকি ৩ ওভার ১ বল শুধু ডট আর আউট। আর এমন অবাক করা তথ্য বিবিসি’কে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড। ব্যাটসম্যানদের এমন ‘কা-ে’ বৃহস্পতিবার যে মাঠে খেলা হয় সে মাঠের নামও পাল্টে গেছে। কেন্টারবুরির মাঠটিকে এখন সবাই ‘গ্রাউন্ড জিরো’ নামেই ডাকছে।

No comments

Powered by Blogger.