জার্মানির পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী

জার্মানির পাসপোর্ট হলো বিশ্বে সবচেয়ে শক্তিশালী। আর সবচেয়ে কম আফগানিস্তানের পাসপোর্ট। ভিসা মুক্ত সফরের ক্ষেত্রে আফগানিস্তানের নাগরিকদের রয়েছে নানা বিধিনিষেধ। এ কারণে সেখানকার পাসপোর্টের কদর কম। টোলো নিউজ শুক্রবার এক রিপোর্টে এ কথা বলেছে। এতে যে সূচক প্রকাশ করা হয়েছে তাতে একটানা তৃতীয় বছর শীর্ষ স্থান ধরে রেখেছে জার্মানির পাসপোর্ট। তবে তার নিচে অবস্থান করছে ইউরোপীয় অন্য কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা।  অন্যদিকে দক্ষিণ সুদান ও ফিলিস্তিনের নিচে এসে সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট বিবেচিত হচ্ছে আফগানিস্তানের। পাসপোর্টের অধিকারী ব্যক্তির ক্ষেত্রে ভিসা মুক্ত চলাচলে বিশ্ব যে অবস্থান নিয়েছে তার ভিত্তিতে পাসপোর্টের এই শক্তির সূচক নির্ধারণ করেছে লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনারস। উল্লেখ্য, যেসব আফগান নাগরিক দুবাইয়ে ব্যবসা বা পর্যটনে যেতেন তাদের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত বিধিনিধেষ আরোপ করেছে। এর ফলে আফগানিস্তানের পাসপোর্টের অধিকারী হয়েও নাগরিকরা মুক্তভাবে যেখানে ইচ্ছে সফর করতে পারছেন না।

No comments

Powered by Blogger.