বেকহাম যেন বারাক ওবামা

বেলারুশের বিপক্ষে মাত্র ত্রিশ মিনিট খেলেছেন। গোলটোলও করেননি। অথচ ম্যান অব দ্য ম্যাচ কি না ডেভিড বেকহাম! ইংল্যান্ড দলের ইতালীয় কোচ ফ্যাবিও ক্যাপেলো জানালেন, তিনিও এতে বিস্মিত। পরে বেকহামের এই পুরস্কার জয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার পাওয়ারও একটা মিল খুঁজে পেলেন, ‘৩০ মিনিট খেলেই? ওবামা যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ৯ মাস দায়িত্ব পালন করেই নোবেল পুরস্কার পেলেন, এটা যেন ঠিক তা-ই।’ বেকহাম জানিয়েছেন তিনি নিজেও এই পুরস্কার পেয়ে একটু ‘বিব্রত’। তবে ওটুকু সময়েও বেকহাম ভালোই বুঝিয়েছেন তাঁর উপস্থিতি। মাঠে নামার এক মিনিট পরই কর্নার গোলমুখে না মেরে শর্ট কর্নার নিয়েছিলেন বেকহাম, আর সেটিই হয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় গোলের উত্স। ম্যাচের শেষ দিকে বেকহামের একটা শট পোস্টে লেগেও ফিরেছে। প্রত্যুত্পন্নমতি এই ডেভিড বেকহামকে পছন্দ ক্যাপেলোর, ‘ডেভিড বেকহাম ৫, ১০, ১৫ মিনিটই খেলুক বা খেলুক ম্যাচের অর্ধেকটা, সব সময়ই দারুণ একাগ্রতা নিয়ে সে খেলে। অনেক খেলোয়াড়ের জন্যই এটা কঠিন, কিন্তু বেকহাম এটা খুব ভালোভাবেই পারে।’ এ কথায় বিশ্বকাপের দলে বেকহামকে নেওয়ার ইঙ্গিতটা দিয়েই দিয়েছেন ক্যাপেলো। সেটিকে আরও নিশ্চিত করতে আগামী নভেম্বরে এসি মিলানে ফেরাটাও একরকম নিশ্চিত। বেকহামই তো ফিরবেন, নাকি ‘বারাক ওবামা’? ক্যাপেলোর এই মন্তব্যের পর সতীর্থরা না বেকহামকে ‘ওবামা’ বলে ডাকতে শুরু করেন!

No comments

Powered by Blogger.