বাংলাদেশ জঙ্গীবাদমুক্ত রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে

বাংলাদেশ আজ সকল পশ্চাৎমূখীতাকে অতিক্রম করে একটি স্থিতিশীল ও জঙ্গীবাদমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে বলে দাবি করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে  শিক্ষানবিস সার্জেন্টের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, সরকার দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি এবং জঙ্গীবাদ নির্মূলে অঙ্গীকাবদ্ধ। বর্তমান সরকারের সময়ে পুলিশের যা অর্জন ও প্রাপ্তি তা বিগত সময়ের সম্মিলিত অর্জনকে ছাড়িয়ে গেছে। সরকার ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে পুলিশ সদস্যদেরও এগিয়ে আসতে হবে।   এ কে এম শহীদুল হক বলেন, নাশকতা ও সন্ত্রাসী হামলায় যেসব পুলিশ আহত ও নিহত হয়েছেন সে সবের অধিকাংশ মামলায় চার্জশিট দেয়া হয়েছে। আর যে সব মামলার এখনও চার্জশিট দেয়ার হয়নি,
সেগুলোও দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। নতুন নারী সার্জেন্ট প্রসঙ্গে আইজিপি বলেন, পুরুষের পাশাপাশি মহিলারাও আজ পুলিশ বাহিনীতে সফলতা দেখিয়েছে। ইতিপুর্বে সাজেন্ট পদে নারীরা অংশ গ্রহণ না করলেও এই প্রথম নারীরা সার্জেন্ট পদে অংশ গ্রহণ করছে। তিনি বলেন, আমি আশা করি এ পদেও নারীরা তাদের সফলতা দেখাতে সক্ষম হবেন। শহীদুল হক বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন কার্য্যকর উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশের জনবল বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, ভৌত অবকাঠামোর উন্নয়ন, রেশন ও ঝুঁকিভাতার সংস্কারসহ পুলিশ বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। নবীন সার্জেন্টদের উদ্দেশে আইজিপি বলেন, কর্মক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে পারলে অবশ্যই পদোন্নতি মিলবে। অন্যদিকে কর্তব্যে অবহেলার কাজের জন্য পুলিশ বাহিনীতে রয়েছে কঠোর শাস্তির বিধান।  লোভ লালসার উর্ধ্বে থেকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে কর্তব্য পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জনবল ও যানবাহন বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, আরএমপির কমিশনারের নিকট থেকে জনবল ও যানবাহনের তালিকা পেয়ে ইতিমধ্যে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে প্রধান অতিথি আইজিপি শহীদুল হক প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। ৬ মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণে ২৮ জন নারী সার্জেন্টসহ ৬১৯ জন শিক্ষানবিস সার্জেন্ট অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছয়জনকে পদক প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.