ভারতে চার লক্ষ ভিক্ষুকের মধ্যে ৭৫ হাজার উচ্চ মাধ্যমিক

১১০ কোটির দেশ ভারত৷ ভাবলে অবাক লাগে এর মধ্যে ৩.৭২ লক্ষ মানুষই ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন৷ ২০১১ সালের আদমসুমারি রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট ভিক্ষুকের ২১ শতাংশই শিক্ষিত৷ কেউ উচ্চ মাধ্যমিক, কেউ স্নাতক আবার কেউ স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন! এই পরিসংখ্যান থেকে আরও একটি তথ্য উঠে এলো৷ নিজের পছন্দেই সকলে ভিক্ষাবৃত্তি করেন না, বাধ্য হয়েই এই বৃত্তি বেছে নেন৷ শিক্ষিত ভিক্ষুকদের অনেকেই জানিয়েছেন, তাদের ডিগ্রি ও শিক্ষাগত যোগ্যতার উপযুক্ত কোনও চাকরি না মেলায় তারা ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন৷ ২০১১ সালের আদমসুমারির রিপোর্ট অনুসারে পৌনে চার লক্ষ ভিক্ষুকের প্রায় ৭৫ হাজার জন দ্বাদশ শ্রেণি পাশ৷ তিন হাজারেরও বেশি ভিক্ষুকের কারিগরি শিক্ষায় ডিপ্লোমা বা স্নাতকোত্তর, স্নাতক ডিগ্রি রয়েছে৷স্নাতক হওয়ার পরও যে দেশের লোককে ভিক্ষা করতে হয়, সে দেশে বেকারত্বের সমস্যা কতটা ভয়ানক, তা এই আদমসুমারির রিপোর্ট থেকে স্পষ্ট৷-সংবাদমাধ্যম

No comments

Powered by Blogger.