ভারত ডিঙিয়ে চীন সফরে প্রস্তুত নেপালের প্রধানমন্ত্রী

উত্তরসূরিদের দেখানো পথে না হেঁটে এই প্রথমবারের মতো দেশের কূটনৈতিক শৃংখলায় রদবদল আনছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ইন্দো-নেপাল সম্পর্ক প্রচলিত রীতি উপেক্ষা করে প্রথমবারের মতো চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বুধবার এমন ঘোষণা দিয়ে নেপালের ডেপুটি প্রধানমন্ত্রী কামাল থাপা বলেন, ২০১৬ নতুন বছরে চীন সফরে যাবেন শর্মা। খবর টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই। নেপালের নতুন প্রধানমন্ত্রীর একটি স্বাভাবিক প্রক্রিয়া হল রাষ্ট্রীয় সফর হিসেবে প্রথমেই ভারত সফর করা। শর্মার চীন সফর বাস্তবায়িত হলে ইন্দো-নেপাল সম্পর্কের ওই স্বাভাবিক প্রক্রিয়া বদলে যাবে। এর আগে ২০০৮ সালে ভারতকে মাড়িয়ে চীনে প্রথম বিদেশ সফর করেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। সেখানে তিনি বেইজিং অলিম্পিক উপভোগ করেন।
সম্প্রতি ৫ দিনের চীন সফর থেকে ফিরে থাপা বলেন, মাধেশি সংকট ইস্যু নিয়ে শর্মার চীন সফরের সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে আসছে বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি ও মার্চের শুরুর দিকে শর্মার এ সফর হতে পারে বলে জানান থাপা। ওই সফরে ট্যাক্স, পরিবহন, ও দীর্ঘমেয়াদি ফুয়েল বাণিজ্য বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান তিনি। ইতিমধ্যে ১ হাজার কোটি ইউয়ান সমমূল্যের ১০৪ কোটি লিটার ফুয়েল সরবরাহে সম্মত হয়েছে চীন। এদিকে নেপালের নতুন সংবিধান প্রণয়নের জেরে ক্ষুব্ধ ভারত। ওই ক্ষুব্ধতায় নেপালের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে ভারত। কেপি শর্মার চীন সফরকে তাই ভারতের প্রতি নেপালের ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

No comments

Powered by Blogger.