ভোট জালিয়াতিতে সতর্ক থাকুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী ও বিরোধীদলীয় নেতা অং সান সুচি আসন্ন নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে তার সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে রোববার ইয়াঙ্গুনের এক নির্বাচনী প্রচারাভিযানে এ আহ্বান জানান তিনি। খবর এএফপির। মিয়ানমারে আসন্ন ৮ নভেম্বর নির্বাচন সামনে রেখে এক প্রচারাভিযানে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেতা অং সান সুচি বলেন, জনগণের শক্তিই আমাদের প্রধান শক্তি। যতক্ষণ পর্যন্ত না আমরা জয়ী হই, ততক্ষণ আমরা সঠিক পন্থায় কাজ করব। এজন্য ভোট জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’ নোবেল বিজয়ী সুচি হাস্যোজ্জ্বল ভাব নিয়ে আরও বলেন, আমরা কোনো নোংরা রাজনীতির চর্চা করে জয়ী হওয়ার চেষ্টা করব না। নির্বাচনের আগে রোববারের এ প্রচারাভিযান ছিল হাজার হাজার এনএলডি পার্টির সমর্থকদের সর্বশেষ একত্রিত হওয়া। সুচির সমর্থকরা হাতে লাল ব্যান্ড বেঁধে, গায়ে টি-শার্ট,
ক্যাপ এবং দলের পতাকা হাতে স্লোগান দিতে দিতে অগ্রসর হয়। পরিবর্তনের নির্বাচন (ভোট ফর চেঞ্জ), এনএলডির জন্য নির্বাচন- এমন স্লোগানে মুখরিত ছিল ইয়াঙ্গুনের রাজপথ। ছোট-বড়, যুবক ও বয়বৃদ্ধদের সম্মিলিত অংশগ্রহণে সুচির নির্বাচনী প্রচারাভিযান ছিল প্রাণবন্ত। এ প্রচারে অংশগ্রহণকারী ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিন্ট মিট চি বলেন, ‘আমি সুচিকে পছন্দ করি, আমি পরিবর্তন চাই। এ সরকারকে (জান্তা সরকার) ঘৃণা করি আমি।’ তিনি আরও বলেন, ‘তিনি (সুচি) যখন ক্ষমতায় বসবেন তখনই আমাদের দেশ পরিবর্তন হবে।’ ৫০ বছর বয়সী সাউথ ড্রাগনের বাসিন্দা চোনিও বলেন, ‘তিনিই আমাদের উত্তম নেতা, যিনি আমাদের কল্যাণকামী হবেন।’ এদিকে, নির্বাচনে ভোট জালিয়াতিসহ ক্ষমতাসীন জান্তা সরকারের অবৈধ হস্তক্ষেপ বন্ধে সমর্থকদের কড়া নজরদারি রাখার আহ্বান জানান সুচি। ক্ষমতাসীন ইউনিয়ন সোলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) নির্বাচনী প্রচারে ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ের আÍবিশ্বাসী ঘোষণা দিলে সুচি এমন সতর্কবাণী দেন।

No comments

Powered by Blogger.