ঈশ্বরদীতে প্রতিদিন কোটি টাকার শিম বেচাকেনা

ক্রেতা-বিক্রেতার পদভারে মুখরিত হয়ে উঠেছে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান ঈশ্বরদীর মুলাডুলি সবজি আড়ত। এখানে প্রতিদিন আড়াই কোটি টাকার শিম বেচাকেনা হচ্ছে। মৌসুমের শুরুতে উৎপাদন কম এবং বাজার চড়া থাকলেও ক্রেতা-বিক্রেতার সমাগমে আড়ত এলাকা জনারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।
প্রতিদিন গড়ে ৮০ ট্রাক শিম মুলাডুলি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। প্রতি ট্রাকে ৩শ’ মণ শিম লোড করা যায়। সরজমিন মুলাডুলি শিমের আড়তে গিয়ে দেখা যায়, আড়তের পুরো জায়গায় ক্রয়কৃত শিম স্তূপ করে রাখা হয়েছে। পাহাড়সম এসব স্তূপে শত শত মণ শিম। অন্যান্য এলাকার আড়ত সপ্তাহের নির্দিষ্ট দিনে বসলেও মুলাডুলির শিমের আড়ত বসে সপ্তাহে সাত দিনই।

No comments

Powered by Blogger.