শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির ঢাকা: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ

রাজধানীর বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। বহু মানুষকে ভরদুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় পায়ে হেঁটে। বৃহস্পতিবার সকাল থেকে ধানমণ্ডির ২৭ নম্বর রোডে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভে নামেন। বিক্ষোভে আসাদগেট থেকে শুক্রাবাদ, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, বেলা ১১টায় উত্তরার নর্থ টাওয়ারের সামনে উত্তরা ইউনিভার্সিটি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টসের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এতে করে এয়ারপোর্ট-টঙ্গী রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রামপুরা সেতুর ওপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) মূল ফটকের সামনে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বসন্ধুরা আবাসিক এলাকা সামনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় কুড়িল বিশ্বরোডে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। বেলা সোয়া ১০টার দিকে মহাখালী-গুলশান-১ রোডে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিমানবন্দর সড়কের খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, এমইএস ও কাকলীতে শত শত মানুষকে গাড়ির প্রতীক্ষায় থাকতে দেখা যায়। অনেকে হেঁটেই গন্তব্যে রওয়ানা দেন। এই ভোগান্তির কারণে সামাজিক  যোগাযোগের মাধ্যমে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।
ভ্যাট বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম এবং সিলেটেও। রাজধানীর অন্তত চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। আগের দিন রামপুরায় পুলিশি হামলার শিকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মেরুল বাড্ডার প্রগতি সরণীর দুই পাশ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে। তারা সেখানে অবস্থান করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। ওই কর্মসূচিতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। এদিকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান ১ নম্বর সার্কেল থেকে মহাখালীগামী রাস্তা আটকে দেয়। ধানমন্ডি এলাকায় রাস্তা অবরোধ করায় গুরুত্বপূর্ন ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রামপুরায় সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। প্রধান দুই সড়কের যানের চাপ অন্য রাস্তায় পড়ায় যানজট দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন অংশে।

No comments

Powered by Blogger.