ঢাবি ১ম বর্ষ ভর্তি পরীক্ষা: প্রতি আসনের বিপরীতে ৩৮ জনের লড়াই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য এবার আসনপ্রতি লড়বে ৩৮জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবছর বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটের ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। আজ বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করেন। পরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ক-ইউনিটের ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ১৬১ জন (আসন প্রতি প্রায় ৪৪ জন), খ-ইউনিটের ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৪২১ জন (আসন প্রতি প্রায় ১৪ জন) আবেদন করেছেন।
গ-ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৮৫৭ জন (আসন প্রতি প্রায় ৩৮ জন), ঘ-ইউনিটের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৭৯৮ জন (আসন প্রতি প্রায় ৬৬ জন) এবং চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ১৬৭ জন (আসন প্রতি ৯০ জন) আবেদন করেছেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক ডিভাইস অথবা যন্ত্র সর্ম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষায় অসুদপায় অবলম্বন ঠেকাতে এবার ভ্রাম্যমান আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষার ফি জমা দেয়ার সময়সীমা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। গত ২৪ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো আব্দুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.